বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ২২:৫৮
বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার
ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের 
অভিযানে ৬ ডাকাত গ্রেফতার

বগুড়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন চেলোপাড়া এলাকার রাজ্জাকের ছেলে সাদ্দাম (২৪), একই এলাকার রাখালের ছেলে আজিদ (২০), ছলিম উদ্দীনের ছেলে তছলিম (৪০) মনজু মন্ডলের ছেলে মাঃ বিল্পব (২০), মনজু মন্ডলের ছেলে বিজয় (২২) ও নুর ইসলামের মেয়ে নুরি খাতুন (২০)। 

ব্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন ষ্টেশন রোড জান-ই সাবা হাউজিং  কমপ্লেক্স এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির পরিকল্পনা করছে। 

এমন তথ্যের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল রবিবার (১৪ নভেম্বর) রাতে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২ টি চাকু এবং ১টি রশি উদ্ধার করা হয়। এঘটনায় বগুড়া বগুড়া সদও থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন