লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প | Daily Chandni Bazar লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ২৩:০৬
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
ষ্টাফ রিপোর্টার

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের 
ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবস প্রেসিডেন্ট ডগলাস এক্স আলেকজান্ডারের ‘সার্ভিস ফর্ম দ্যা হার্ট’ প্রতিপাদ্য ও বর্তমান জেলা ৩১৫ এ২ এর গর্ভণর লায়ন জালাল আহমেদ এমজেএফ’র ‘ভালোবাসি দেশকে সেবা করি মানুষকে’ প্রতিপাদ্যে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন সকাল ৭টায় ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ৩১৫ এ২ এর সাবেক গর্ভণর ও দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ। লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে আরও বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক’র প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন লায়ন দেব দুলাল দাস ও সেক্রেটারী লায়ন রাকিব হোসেন, লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ট্রেজারার সাহান বারী, সূর্যোদয় ব্যায়াম সংঘের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ডাঃ বাহালুল আলম বাদল, মিলটন রহমান। 
ফ্রি ডায়াবেটিক ক্যাম্পে এসময় ১০০ জন মানুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয় ও ব্লাড প্রেশার পরিমাপ করা হয় ও ওজন মাপা হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সেক্রেটারী লায়ন রবিউল আলম অশ্রুর পরিচালনা করেন অনুষ্ঠান। এসময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন