হোটেল রেডিসনের ২০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar হোটেল রেডিসনের ২০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ১৫:৪০
হোটেল রেডিসনের ২০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক

হোটেল রেডিসনের ২০ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের পাঁচ তারকা মানের হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর ২০ তলা থেকে ছয়তলায় পড়ে আরিফ কবির (২৪) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। তার বাবার নাম এনামুল কবির বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন,‘২০ তলা থেকে ছয়তলায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত-সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন