ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য, মৃত্যু ১ | Daily Chandni Bazar ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য, মৃত্যু ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ১৪:৫৭
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য, মৃত্যু ১
অনলাইন ডেস্ক

ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য, মৃত্যু ১

ভারী বৃষ্টি ও ঝড়ের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য। রাজ্যের একাধিক এলাকায় ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়েছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। ভূমিধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) কানাডার ফেডারেল পুলিশ জানিয়েছে, সড়কের মাটি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।

ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী ভ্যানকুভার। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়।

ভ্যানকুভার বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে কানাডার বড় দুটি কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল ও কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে।

স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকা পড়া অন্তত তিনশ মানুষকে উদ্ধার করা হয়েছে।

রাজ্যটির পরিবহন মন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেন, শতাব্দির সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি এটি।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন