শাজাহানপুরে শাপলা শিশু পার্কের উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে শাপলা শিশু পার্কের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ২০:৪৯
শাজাহানপুরে শাপলা শিশু পার্কের উদ্বোধন
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে শাপলা শিশু পার্কের উদ্বোধন

 বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন শাপলা শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার  বেলা ২ টায় উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শাপলা শিশু পার্কের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। 
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এবং উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ পরিকল্পনা ও বাস্তবায়নে এর দৃষ্টি নন্দন সবুজ প্রকৃতি শাপলা শিশু পার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইড বিভিন্ন ফুলগাছ 
উদ্বোধনের সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান,উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,উপজেলা সহকারী প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ,শাপলার বাবা খোরশেদ আলম,শিশুদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিকা তাসনিম,শাহনেওয়াজ নাফি,্ওয়াসফিয়া,পিয়াসা,এলিসা,নুশা,সামিউল হাসান  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
উল্লেখ্য, উপজেলার মাঝিড়া দাঁড়িকামাড়ি পাড়ার খোরশেদ আলমের ৮ বছরের  মেয়ে শাপলা ২০১৭ সালে ২৩ মে উপজেলা পরিষদের চত্বরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন।উপজেলা পরিষদ ও উপজেলা  প্রশাসন তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই শিশু পার্কের নাম শাপলা শিশু পার্ক নামকরণের উদ্যোগ  গ্রহণ করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন