বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের মানববন্ধন | Daily Chandni Bazar বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ২১:১৫
বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের মানববন্ধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নন্দীগ্রামে যুবলীগের মানববন্ধন

বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও পান্না সরকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা আকবর আলী, ইঞ্জি. মোফাজ্জল বারী, শাহীনুর রহমান, রইছ উদ্দিন, কামরুল হাসান, রাশেদুল ইসলাম লিটন, শামীম হোসেন ও উজ্জল হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বগুড়ায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি প্রদানের জোর দাবি জানান।

   দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন