বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬জন | Daily Chandni Bazar বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ২১:১৯
বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন করে করোনায়
আক্রান্ত হয়েছে ৬জন

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে। 

বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ১১২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে এই ৬ জন আক্রান্ত হয়। আক্রান্তরা সকলেই বগুড়া সদরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২১ হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫ জনে অপরিবর্তিত রয়েছে।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১৮, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২ জন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন