সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত | Daily Chandni Bazar সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৪০
সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত
অনলাইন ডেস্ক

সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত

সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় ২০০ হুথি বিদ্রোহী নিহতের খবর পাওয়া গেছে। জোটের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।

জানা গেছে, এদিন হুথিদের লক্ষ্য করে অন্তত ৩৫ বার হামলা চালানো হয়। এতে মারিব ও আল-জাওফের ২০০-এর বেশি হুথি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস হয়েছে ২৪টি সামরিক যান।

উল্লেখ্য, বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন