সমুদ্রস্নানের মধ্যদিয়ে শেষ হলো রাস পূজা | Daily Chandni Bazar সমুদ্রস্নানের মধ্যদিয়ে শেষ হলো রাস পূজা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:১৭
সমুদ্রস্নানের মধ্যদিয়ে শেষ হলো রাস পূজা
অনলাইন ডেস্ক

সমুদ্রস্নানের মধ্যদিয়ে শেষ হলো রাস পূজা

সমুদ্রস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস পূজা। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি হয়েছে।

এর আগে বুধবার দিনগত রাত ১২টায় সতের জোড়া প্রতিমা দর্শনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টা থেকে জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের আগে সমুদ্র জলে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন পূজার্থীরা। এসময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত।

এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠে পূজার্থী নারী-পুরুষ।

পূজায় অংশ নিতে দেশ-বিদেশের হাজার হাজার পূজার্থী ভিড় করেন সমুদ্র সৈকত কুয়াকাটায়। এ উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বরণ দাস জাগো নিউজকে বলেন, সৈকতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেন পূজার্থীরা। সাগরকে সামনে রেখে নির্জনে কৃষ্ণপূজার সঙ্গে দেবতার নীলকমল আর গঙ্গাদেবীর আরাধনায় মগ্ন হন তারা।

কুয়াকাটা সৈকতের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ দেশে সবাই মিলে একটি সুন্দর লোকজ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলেছে। যা আমাদের হাজার বছরের ঐতিহ্য।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূজার নিরাপত্তায় বেশ কয়েকটি টিম কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজার সমাপ্ত হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন