বগুড়ার গোকুল থেকে ককটেল উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ার গোকুল থেকে ককটেল উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ২৩:৩০
বগুড়ার গোকুল থেকে ককটেল উদ্ধার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার গোকুল থেকে 
ককটেল উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন এলাকার সবুজ নার্সারীর পশ্চিমে ৬ নং ওয়ার্ড থেকে শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত  সাড়ে ১২ টার সময় পুলিশ সদস্যরা প্রথমে বোমা সাদৃশ্য সংবাদ পেয়ে জায়গাটি ঘিরে রাখে। শুক্রবার প্রাথমিক তদন্তে সেগুলো শক্তিশালী ককটেল বলে সদর থানা পুলিশের ধারণা। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল ইউনিট এসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। 

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, সামনে ইউপি নির্বাচনকে ঘিরে কোন একটি পক্ষ এই বিষ্ফোরকগুলো মজুদ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ককটেল। ব্যাগে ৬ থেকে ৭ টি ককটেল থাকতে পারে। 
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন এলাকার সবুজ নার্সারীর পশ্চিমে ৬ নং ওয়ার্ডে বোমা সাদৃশ্য বস্তুগুলো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এগুলো শক্তিশালী ককটেল। জায়গাটি ঘিরে রাখা হয়েছে। বোমা ডিস্পোজাল ইউনিট ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রীয় করবে। একটি সাদা বাজারের ব্যাগের মধ্যে ৭টি লাল রঙের শক্তিশালী ককটেল রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন