ভারতে ভারি বর্ষণে ১৭ জনের মৃত্যু | Daily Chandni Bazar ভারতে ভারি বর্ষণে ১৭ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৫:২৬
ভারতে ভারি বর্ষণে ১৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ভারতে ভারি বর্ষণে ১৭ জনের মৃত্যু

ভারতের অন্ধ্র প্রদেশে ভারি বর্ষণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে।

জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা।

বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। চেয়ুরু নদীতে পানি উপচে পড়ছে। এদিকে ভারি বৃষ্টি ও বন্যার কারণে কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন