বিশ্ববাসী ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো | Daily Chandni Bazar বিশ্ববাসী ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ১৫:২৭
বিশ্ববাসী ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো
অনলাইন ডেস্ক

বিশ্ববাসী ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখলো

বর্তমান শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হলো আজ (১৯ নভেম্বর)। গত ৫৮০ বছরের মধ্যে এত দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি। আজকের চন্দ্রগ্রহণের মেয়াদ ছিল ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। ‘পিনামব্রাল’ পর্যায় আমলে নিলে সব মিলিয়ে ছয় ঘণ্টার গ্রহণ দেখল বিশ্ববাসী।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টা ২ মিনিটে শুরু হয় পিনামব্রাল চন্দ্রগ্রহণ। পিনামব্রাল পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। মূল ছায়ার বাইরের অংশটুকুতে যখন চাঁদ থাকে, তখন বলা হয় পিনামব্রাল চন্দ্রগ্রহণ। আর ৩ ঘণ্টা ২৮ মিনিট, ২৩ সেকেন্ডের মূল গ্রহণ বেলা ১টা ১৯ মিনিটে শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা ৪৭ মিনিটে। এরপর পিনামব্রালের পরবর্তী ধাপ শুরু হয়। বাংলাদেশ থেকে দেখা গ্রহণটি এ পর্যায়ের।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন