
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে দলের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই গণঅনশনে অংশ নেন- জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,আব্দুল ওয়াহাব, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অনেকেই।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন