সদরের লাহিড়ীপাড়ায় চশমা প্রতিকের মোটর সাইকেল রেলিতে দূর্বত্তদের হামলা ,ভাংচুর, মারপিট ও ছুরিকাঘাতে আহত - ৩ | Daily Chandni Bazar সদরের লাহিড়ীপাড়ায় চশমা প্রতিকের মোটর সাইকেল রেলিতে দূর্বত্তদের হামলা ,ভাংচুর, মারপিট ও ছুরিকাঘাতে আহত - ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১ ২২:১৪
সদরের লাহিড়ীপাড়ায় চশমা প্রতিকের মোটর সাইকেল রেলিতে দূর্বত্তদের হামলা ,ভাংচুর, মারপিট ও ছুরিকাঘাতে আহত - ৩
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সদরের লাহিড়ীপাড়ায়  চশমা প্রতিকের মোটর সাইকেল রেলিতে দূর্বত্তদের হামলা ,ভাংচুর, মারপিট ও ছুরিকাঘাতে আহত - ৩

শনিবার রাত ১০ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (চশমা মার্কা) অধ্যক্ষ ইকবাল হোসেনের প্রচারনার মোটর সাইকেল রেলিতে দূর্বত্তদের হামলা, ৯ টি মোটর সাইকেল ভাংচুর, মারপিট ও ছুরিকাঘাতে আহত - ৩

সরে জমিনে ও চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসোন জানান, তিনি শনিবার বাদ মাগরীব লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমত বালা ও বাদ এশা নন্দীপাড়া গ্রামে তার চশমা মার্কা দু, টি অফিস উদ্বোধন করে তার এলাকা চাঁদ পাড়া গ্রামে আসার পথে কোয়ালীপাড়া পৌছার পূর্বেই তার প্রতি পক্ষ নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ৯ টি মোটর সাইকেল ভাংচুর করে আমার কর্মীদের মারপিট ও ছুরিকাঘাতে আহত করে ত্রাসের সৃষ্টি করে। আহতরা হলেন ১/ রায়মাঝিড়া গ্রামের হবিবরের পুত্র  (অবঃ) সেনা কর্মকর্তা শাহিন( ৫৫),২/ চাঁদ পাড়া গ্রামের মিম (২৮) ও ৩/ রাখেল। বগুড়া সদর থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। সদর থানা পুলিশের ইন্সপেক্টর ( তদন্ত) আবুল কালাম আজাদের সাথে এম আই রায়হান, এস আই মুক্তার হোসেন, এস আই মিঠুন সহ সংগীয় ফোর্স ছিলেন। ইকবাল হোসেন আরও জানান আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আমার প্রচারনা ও ভোটারদে স্বতঃফুর্ত ভালবাসা দেখে প্রতি পক্ষ বন্ধুদের পরাজয় নিশ্চিত হবে জেনে আমার ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে ও ভয়ভীতি প্রদর্শন করছে। ভয় ভিতী দেখিয়ে, সন্ত্রাস করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করা যায় না। আমরা মানুষের ভাল বাসা নিয়েই লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ। এব্যাপারে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নান রিপু জানান, আমার অফিসে একটা মোটর সাইকেল রেলি থেকে হামলা করলে আমার কর্মীরা তা প্রতিরোধ করে।। অধ্যক্ষ ইকবাল হোসেন আরও জানান আমি আইনকে শ্রদ্ধা করি, বিনা কারনে আমার নির্বাচনী প্রচারনায় যারা হামলা করেছে তাদের বিচার প্রচলিত আইনের মাধ্যমেই হবে,। এ ব্যাপারে সুষ্ঠ ও শান্তি পূর্ন নির্বাচনের স্বার্থে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন