বগুড়ায় দুদকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar বগুড়ায় দুদকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১ ২২:৩৪
বগুড়ায় দুদকের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় দুদকের ১৭তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বগুড়ায় দুদক ও দুপ্রক নেতৃবৃন্দদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন প্রতিবন্ধকতা কাটিয়ে আবারো মাঠ পর্যায়ে দুদকের কর্মকান্ড শুরু হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে দেশের স্বার্থে সকলকে দুর্নীতিমুক্ত হওয়ার উদ্বার্ত আহ্বান জানান। সভায় তিনি আরো বলেন, দুদক এর প্রতিনিধি এবং দুদক পরিবারের সদস্য হিসেবে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনায় আরো বেগবান হতে হবে এবং সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা দুদক করবে মর্মে জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মো: মোজাম্মেল হক, সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী, দুপ্রকের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সঞ্জু রায়, শাজাহানপুর উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, শেরপুর উপজেলা দুপ্রকের সভাপতি নিমাই ঘোষ, শিবগঞ্জ উপজেলা দুপ্রকের সভাপতি রামপ্রসাদ কানু ও সাধারণ সম্পাদক আজিজার রহমান, আদমদিঘী উপজেলা দুপ্রকের সভাপতি নূরে আলম, আক্কেলপুর উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক শফিউল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, উপ-সহকারী পরিচালক কামরুজ্জামান রিপন ও মো: নূর আলম, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে বাবুল আখতার রিপন, ইমতিয়াজ আহম্মেদ, মনোয়ারা খাতুন সোহানা, রহিমা খাতুন প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন