নোয়াখালীর সাত পুলিশ পরিদর্শককে একযোগে বদলি | Daily Chandni Bazar নোয়াখালীর সাত পুলিশ পরিদর্শককে একযোগে বদলি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৫:৪৬
নোয়াখালীর সাত পুলিশ পরিদর্শককে একযোগে বদলি
অনলাইন ডেস্ক

নোয়াখালীর সাত পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

নোয়াখালীর সাত পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ারকে জেলা বিশেষ শাখার পরিদর্শক ও মো. সাজ্জাদ রোমনকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া একই আদেশে মো. হারুনুর রশিদকে জেলা পুলিশ পরিদর্শক (অপরাধ), মো. শফিকুল ইসলামকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত), মো. রুহুল আমিনকে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক, মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মো. মিজানুর রহমান পাঠানকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

নিয়মিত বদলির আদেশ হিসেবে জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

যদিও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবি করে আসছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন