সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ | Daily Chandni Bazar সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১ ১০:১৮
সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ
অনলাইন ডেস্ক

সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ

সুদানে একসঙ্গে ১২ মন্ত্রীর পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয়া সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের রাজনৈতিক চুক্তি স্বাক্ষরের পর একসঙ্গে পদত্যাগ করেছেন দেশটির এই ১২ মন্ত্রী।

ওই চুক্তির পর প্রধানমন্ত্রীর পদে ফেরা আব্দাল্লা হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

আন্তর্জাতিক মহল এ চুক্তিকে সাধুবাদ জানালেও বিষয়টি নিয়ে খুশি নয় দেশটির গণতন্ত্রপন্থীরা। তারা এ চুক্তিকে অভ্যুত্থানের বৈধতা দেয়ার প্রচেষ্টা বলে মনে করছেন। তাদের দাবি, সেনাবাহিনী যেন কোনোভাবে ভবিষ্যতে কোনো সরকারের অংশ হতে না পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন