প্রমিলা ফুটবলের ফাইনালে ৫-০ গোলে দিনাজপুরকে হারালো গোবিন্দগঞ্জ | Daily Chandni Bazar প্রমিলা ফুটবলের ফাইনালে ৫-০ গোলে দিনাজপুরকে হারালো গোবিন্দগঞ্জ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ২৩:১৪
প্রমিলা ফুটবলের ফাইনালে ৫-০ গোলে দিনাজপুরকে হারালো গোবিন্দগঞ্জ
ষ্টাফ রিপোর্টার

প্রমিলা ফুটবলের ফাইনালে ৫-০ গোলে
দিনাজপুরকে হারালো গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন ৩২, গাইবান্ধা -৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হেসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শৈল্যান্দু মোহন রায় স্বপন, গোবিন্দগঞ্জ থানার এস আই আলা উদ্দিন ও সাবেক জাতীয় দলের ফুটবলার আপেল মাহমুদ প্রমুখ। খেলায় গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ৫-০ গোলে দিনাজপুর ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চাম্পিয়ন হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন