বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল সাধারণ সম্পাদক মিঠু | Daily Chandni Bazar বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল সাধারণ সম্পাদক মিঠু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ২৩:১৭
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল সাধারণ সম্পাদক মিঠু
ষ্টাফ রিপোর্টার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 
সভাপতি মিটুল সাধারণ সম্পাদক মিঠু

বগুড়ায় নানা উৎসব আর আনন্দের মধ্যে দিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল (মোটরসাইকেল) এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু (মোমবাতি) জয়ী হয়েছেন। প্রায় ১১ বছর পর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি নতুন কমিটি পেল সংগঠনের সদস্যরা। 

শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বগুড়া জিলা স্কুল মাঠে ৯০টি বুথে বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে শনিবার সকাল ৭টায় বগুড়া জিলা স্কুল মাঠে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৬ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ৩০টি পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 
ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল ৯ হাজার ৭০৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মোর্শেদ পেয়েছেন ১ হাজার ৮৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু ৬ হাজার ৫৯৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুদ্দিন শেখ হেলাল পেয়েছেন ৫ হাজার ৩২৬ ভোট। 
নির্বাচনে অন্যান্য পদে জয়ী প্রার্থীরা হলেন, কার্য্যকরি সভাপতি পদে- আনোয়ার হোসেন (তালা), সহ-সভাপতি পদে- ইব্রাহীম আলী (মশাল), শহিদুল ইসলাম (বক), শমসের আলী (পানপাতা) এবং ইদ্রিস আলী (তীর ধনুক) সহ- সাধারণ সম্পাদক পদে- আনোয়ার হোসেন রানা (মোরগ), ইবাদুল করিম (কারগাড়ি) এবং ফাইন হোসেন (উট), কোষাধ্যক্ষ পদে- শফিকুল ইসলাম শফিক (ছাতা), সাংগঠনিক সম্পাদক পদে- আব্দুর গফুর প্রাং (মুকুট), সমাজকল্যাণ সম্পাদক পদে - লুৎফর রহমান (প্রজাপতি), সাংস্কৃতিক সম্পাদক পদে - মাহবুবর রহমান মানিক (হরিণ), ক্রীড়া সম্পাদক পদে - আবুল কালাম আজাদ (ব্লাকবোর্ড), দপ্তর সম্পাদক পদে- ইউনুস আলী লয়া (দোয়েল পাখি), প্রচার সম্পাদক পদে- জালাল উদ্দীন (মাইক), আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে নুর আমিন মন্ডল (মাছ), অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন (শাপলা ফুল), ধর্মীয় সম্পাদক পদে- সাজ্জাদ হোসেন পিন্টু (পাঞ্জাবী) বিজয়ী হয়েছেন। এছাড়া সদস্য পদে সায়ের আলী ফকির (টিউবওয়েল), জহুরুল ইসলাম (প্লাস), বাবু মিয়া (সিএনজি), হযরত আলী (জিরাফ), আতিকুর রহমান মিলন (রিক্সা), তোফায়েল আহমেদ জয় (হাতি), শামীম উদ্দিন শেখ (ক্যাপ), শেখ ফরিদ (চাঁদ তারা), আনিছার রহমান (কলা), বাবলু মিয়া (খরগোশ)।
এর আগে ভোট গ্রহণকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান মন্ডল, তৌফিক হাসান ময়না, সাগর কুমার রায়, শুভাশিষ পোদ্দার লিটন, সুলতান মাহমুদ খান রনি সহ ১১ সদস্য। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন