বগুড়ায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়ায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ২৩:২০
বগুড়ায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে করোনায় দুইজন আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায় নি। হাসপাতালে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

শনিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ৮২ টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ২জন। শজিমেকে ২ জন আক্রান্ত হয়। মোট আক্রান্ত ২১ হাজার ৭০৭ জন এবং নতুন করে মৃত্যু না থাকায় ৬৮৫ জনেই অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৫জন সহ মোট সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭ জন। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনার রোগী রয়েছে ২২ জন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১২ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ জন চিকিৎসাধীন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন