
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে বগুড়ায় পাঠাগারভিত্তিক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের লক্ষ্যে ৩৪টি পাঠাগারে একযোগে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে সাকিব সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার হাতে সামগ্রীগুলো তুলে দেওয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো: আমির হোসেন। সামগ্রীস্বরুপ প্রতিটি পাঠাগারে প্রদান করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্বলিত ৪টি ছবির ফ্রেম, ২টি বড় স্টিলের বুক সেলফ, ২টি মাঝারি স্টিলের বুক সেলফ, ১টি কাঠের রিডিং টেবিল, ২টি রিডিং চেয়ার, ১টি কার্পেট ইত্যাদি। জেলার সরকারি গনগ্রন্থাগারের নিবন্ধিত ৩২টি বেসরকারি পাঠাগার, জেলার সরকারি গণগ্রন্থাগার এবং জেলা কারাগার এই ৩৪টি পাঠাগারেই স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার। এ প্রসঙ্গে সাকিব সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে না পারলে কখনোই সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। একই সাথে জ্ঞানের আলোকে বিকশিত করতে বই পড়ার কোন বিকল্প নেই। তাই পাঠাগারভিত্তিক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের সরকারের এই ইতিবাচক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয় উদ্যোগ এই জন্যে সংশ্লিষ্টদের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন