জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বুড়াইল গ্রামের ফরিদা ইয়াছমি (২৫) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী সোহেল রানা (৩০) ও শাশুরি হাজেরা বেগম (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
জানাগেছে, উপজেলার বুড়াইল গ্রামের আব্দুল গফুরের পুত্র সোহেল রানা তার স্ত্রী ফরিদা ইয়াছমি এর সাথে নতুন মোবাইল ফোন নিয়ে শনিবার দিবাগত রাতে ঝগড়া হয়েছে। রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে সোহেল রানা । এ বিষয়ে ফরিদা ইয়াছমিনের বাবা মোফাজ্জল হোসেন (ফজলু) ২৮ নভেম্বর বাদী হয়ে ক্ষেতলাল থানায় তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামী সোহেল রানার বাবা আব্দুল গফুর পলাতক রয়েছে।
অপরদিকে অভিযুক্ত স্বামী সোহেল রানা বলেন, তার স্ত্রী আত্নহত্যা করেছে।
অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলেই জানা যাবে প্রকৃত ঘটনা কি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন