বগুড়ার নন্দীগ্রামে ৪ মূর্তি কারবারি গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ার নন্দীগ্রামে ৪ মূর্তি কারবারি গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২১:২৭
বগুড়ার নন্দীগ্রামে ৪ মূর্তি কারবারি গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে ৪ মূর্তি কারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ৪ মূর্তি কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টারদিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মৃত লাল রবিদাসের ছেলে মন্টু রবিদাসের বাড়িতে র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩৬ কেজি ও ১৩ কেজি ওজনের ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। সেইসাথে মূর্তি কারবারি মন্টু রবিদাস (৫৫) এবং তার ছেলে দিলীপ কুমার রবিদাস (৩২), ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ (৪০) ও কল্যাণনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৮) কে গ্রেপ্তার করে। পরে র‌্যাবের পক্ষ হতে এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। মামলাটি তদন্ত করছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলাম। থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন