বগুড়ায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২১ ২১:১৮
বগুড়ায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় এতিম ও দুস্থ
শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের ব্যক্তিগত উদ্যোগে ২য় দফায় বুধবার বিকেলে শহরের ফুলবাড়ি হযরত মাইমুনা রা. তা’লিমুল কুরআন আদর্শ বালিকা মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক সাবু ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী রিজু মোল্লা, ওম প্রসাদ, মাসুদ রানা প্রমুখ। সারাবছর মানবিক এমন উদ্যোগ নেয়া প্রসঙ্গে পরিমল প্রসাদ রাজ বলেন, সমাজের বৈষম্য দূরকরনের জন্যে একে অপরের সাথে নিজেদের সুখ দু:খ ভাগাভাগির মধ্যেই রয়েছে প্রকৃত প্রশান্তি। ইতিমধ্যেই তার সাধ্যমতো দুটি এতিমখানায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে যার ধারাবাহিকতা প্রয়োজন অনুসারে অব্যাহত থাকবে মর্মে জানান তিনি। এছাড়াও তিনি সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায়ের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন