জরুরি প্রয়োজন ছাড়া আফ্রিকা থেকে প্রবাসীদের না আসার পরামর্শ | Daily Chandni Bazar জরুরি প্রয়োজন ছাড়া আফ্রিকা থেকে প্রবাসীদের না আসার পরামর্শ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২১ ১১:২৭
জরুরি প্রয়োজন ছাড়া আফ্রিকা থেকে প্রবাসীদের না আসার পরামর্শ
অনলাইন ডেস্ক

জরুরি প্রয়োজন ছাড়া আফ্রিকা থেকে প্রবাসীদের না আসার পরামর্শ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করেছেন।

তিনি বলেন, যে কোনো জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে কোনো জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পর আসার পরামর্শ দিচ্ছি।

আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশিদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

ড. মোমেন সতর্ক করে দিয়ে বলেন, এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে নতুন ওমিক্রন মোকাবিলায় সরকারের পদক্ষেপের অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন