বগুড়ায় মোহন হত্যা মামলায় যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় মোহন হত্যা মামলায় যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ০০:১৬
বগুড়ায় মোহন হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মোহন হত্যা 
মামলায় যুবক গ্রেপ্তার

বগুড়া শহরের খান্দার এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ও যুবলীগ কর্মী মোহন মিয়া (১৮) খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোহন মিয়া হত্যাকান্ডের ঘটনায় বুধবার রাতে সদর থানায় মামলা করেন নিহতের মা শাহিনুর বেগম। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও আট থেকে দশজনকে আসামী করা হয়।

বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, মামলার পর আবু তোহা খন্দকার নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়।  এর আগে তাকে মঙ্গলবার আটক করা হয়েছিল। গ্রেপ্তার আবু তোহা খন্দকার কাহালু উপজেলার বাসিন্দা। সে খান্দার এলাকার স্থানীয় এক গ্যারেজের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
বগুড়া খান্দার এলাকার শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, বুধবার রাতে মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্দেহভাজন হিসেবে তোহাকে আটক করা হয়েছিল।
মোহন বগুড়া শহরের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মোহন ছুরিকাঘাতের শিকার হয়ে সোমবার রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত মোহনের মা বাদী হয়ে বুধবার রাতে হত্যা মামলা করেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন