বগুড়ায় গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর বিষয়ে কমিটি গঠন | Daily Chandni Bazar বগুড়ায় গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর বিষয়ে কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ০০:২১
বগুড়ায় গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর বিষয়ে কমিটি গঠন
৭ দিনের মাঝে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় গণপরিবহনে শিক্ষার্থীদের
হাফ ভাড়া কার্যকর বিষয়ে কমিটি গঠন

রাজধানী ঢাকার মতো বগুড়া জেলায় শিক্ষার্থীদের আন্ত:জেলা গণপরিবহনে অর্ধেক (হাফ) ভাড়া কার্যকর প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের দায়িত্বশীল মহলের কর্মকর্তা, মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউয়িনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় বগুড়ায় শিক্ষার্থীদের আন্ত:জেলা গণপরিবহনে অর্ধেক (হাফ) ভাড়া কার্যকর প্রসঙ্গে ইতিমধ্যেই জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদের নেতৃত্বে জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর, হাইওয়ে পুলিশ, বিআরটিএ, মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও রুপরেখা তৈরি করতে বলা হয়েছে সভায়।
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হকের সভাপতিত্বে দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। এছাড়াও সভায় পরিবহন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মোটর মালিক গ্রুপের পক্ষে সভাপতি আখতারুজ্জামান ডিউক, সহ-সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। 
আলোচনায় পরিবহন নেতারা নীতিগতভাবে শিক্ষার্থীদের আন্ত:জেলা বাসে হাফ ভাড়ার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি এই বিষয়ে সুস্পষ্টভাবে একটি নীতিমালা প্রণয়ণের জন্যে জেলা প্রশাসককে তাগিদ দেন তারা। এছাড়াও পরিবহনের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হয়। 
এ বিষয়ে পরিবহন নেতারা বলেন, শিক্ষার্থীরা তাদেরই সন্তান। তাদের হাফ ভাড়া কার্যকর বিষয়ে তাদের কোন আপত্তি নেই। তবে শিক্ষার্থীদের শনাক্তে কিছু নিয়ম নীতিমালা করে দিতে হবে যাতে শ্রমিকদের সাথে কোন রকম দ্বন্দ্ব না হয়। 
আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়া থেকে সারাদেশে শিক্ষার্থীদের সুবিধায় একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। এজন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। তবে শিক্ষার্থীদের পরিচয়ে অন্য কেউ হাফ ভাড়া নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাও কঠোরভাবে দমন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন