সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন | Daily Chandni Bazar সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৩১
সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

৪ ডিসেম্বর (শনিবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব বাজারে মাই টিভির সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে গণ মাধ্যম কর্মীবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে বলা হয়, গত ১১ নভেম্বর’২১ তারিখে ইউপি নির্বাচনে আটমূল ইউনিয়নের নৌকার প্রার্থী মিজানুর রহমান নিজের ভোট না করে বিদ্রোহী প্রার্থী বেলালের পক্ষে ভোট করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার জন্য নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান কর্তৃক মাই টিভির সাংবাদিক কামরুজ্জামান-কে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।
দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবীতে পিরব বাজারে গণমাধ্যম কর্মীবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালিত করেন।
এতে বক্তব্য রাখেন নামুজা-বুড়িগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম, বাঁকি বিল্লাহ, গোলজার রহমান, শফিকুল ইসলাম, তাহেরা জামান লিপি সহ অনেকে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন