বগুড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৪৮
বগুড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বগুড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং
ক্যাম্পেইন অনুষ্ঠিত

বগুড়ায় শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রেসকিউ আওয়ার পিপল এভার (রোপ) ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইআইএমসিএ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করা হয় ক্যাম্পাসে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, রোপের কার্যকরী কমিটির সদস্য ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, ওয়াইআইএমসিএর সদস্য নাঈমসহ আরও অনেকে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন