আইনি টানপোড়েনের অবসান গোবিন্দগঞ্জের কামারদহ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি | Daily Chandni Bazar আইনি টানপোড়েনের অবসান গোবিন্দগঞ্জের কামারদহ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ২৩:২৮
আইনি টানপোড়েনের অবসান গোবিন্দগঞ্জের কামারদহ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি
ষ্টাফ রিপোর্টার

আইনি টানপোড়েনের অবসান
গোবিন্দগঞ্জের কামারদহ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি

পঞ্চম ধাপে ঘোষিত তফসিলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সবচেয়ে বেশি আলোচিত কামারদহ ইউনিয়ন পরিষদের নাম অন্তর্ভুক্ত থাকায় টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। চলতি বছর নির্বাচনী মামলায় আদালতের রায়ে গত ৭ মাস আগে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী হিসেবে শপথ নিয়েছেন তৌফিকুল ইসলাম তৌফিক। এরপরেও তফসিল ঘোষণা হওয়ায় সংক্ষুব্ধ হয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আদালতের দ্বারস্থ হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) আদালত ভোট স্থগিত করার পরের দিনই তা চেম্বার আদালতে বাতিল হয়েছে মর্মে বিষয়টি উপজেলার সবখানে আলোচনা শীর্ষে রয়েছে। ভোট গ্রহণ ও স্থগিতের টানপোড়নে আইনি লড়াইয়ের পাশাপাশি প্রার্থীদের কর্মী-সমর্থকদের গণসংযোগ বেশ জমে উঠেছে। চুলচেরা হিসেব নিকেষে গরম চায়ের কাপে ঝড় উঠেছে সবখানে।
এ ইউনিয়নের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাদের নমিনির নাম প্রকাশ করেছেন। সম্প্রতি উদীয়মান তরুণ তৌকির হাসান রচি এ ইউনিয়নে নৌকার প্রার্থী; প্রকাশের পরপরই ইউনিয়নটির প্রাণকেন্দ্র ফাঁসিতলা ও চাঁদপাড়া বাজারে একাধিক আনন্দ র‌্যালীসহ সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। গত রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে মনোনয়নের চিঠি নিয়ে তৌকির হাসান রচি গোবিন্দগঞ্জে ফিরে ফাঁসিতলা বাজারে পথসভা করে।
অপরদিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও সদ্য সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন দীর্ঘ দিন থেকে মাঠ চষে বেড়াচ্ছেন। সর্বশেষ নির্বাচনে তিনি ছিলেন এ ইউনিয়নের নৌকার নমিনি। তবে এবার তাকে আওয়ামী লীগ মনোনয়ন না দেওয়ায় অনেকটাই চাপে পড়েছে তার কর্মী-সমর্থকরা।
পাশাপাশি স্বতন্ত্র ব্যানারে গোবিন্দগঞ্জ কলেজের সাবেক জিএস জাহেদুল ইসলাম ভোটে প্রার্থী হবেন এবং গত ৬ ডিসেম্বর তিনি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মর্মে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এলাকার সাধারণ ভোটার তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করায় আরও জমজমাট হচ্ছে এ ইউনিয়নের নির্বাচন।
এ উপজেলার অন্য ১৬টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয় চতুর্থ ধাপে। এ ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই প্রতীক বরাদ্দ নিয়ে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এর মাঝ পথেই কামারদহ ইউনিয়নের ভোটগ্রহণ ঘোষিত তফসিলে ৫ জানুয়ারি হওয়ায় কামারদহ ইউনিয়নে ভোট হচ্ছে কি-না তা জানার আগ্রহ সৃষ্টি হয় উপজেলাবাসীর। যার অবসান হয়েছে। ঘোষিত তফসিলেই নির্বাচন হচ্ছে। 
এ বিষয়ে কামারদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন, আমি আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন স্ট্রে অর্ডার দেয়। কিন্তু গতকাল চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে। তিনি এবারও প্রার্থী হচ্ছেন কি-না প্রসঙ্গে এ প্রতিনিধিকে জানান, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করব না’।
প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে এ ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত মহিলা সদস্য গেজেট ভুক্ত হয়ে যথাসময়ে শপথ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় তা পরবর্তীতে সম্পন্ন হয় এবং অবশিষ্ট একজন সাধারণ সদস্য ও সংরিক্ষত পদে একজনও শপথ নেন। সেদিক থেকে ইউপি সদস্য পদে ভোট গ্রহণে বাঁধা নেই বলে সাধারণ ভোটারদের ধারণা। এ বিষয়ে কয়েকজন সদস্য জানান, আমরা শপথ নিলেও বৈধ চেয়ারম্যান না থাকায় আমাদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এদিক থেকে বিগত পাঁচটি বছর চেয়ারম্যান ছাড়াই পরিচালিত হয়েছে কামারদহ ইউনিয়ন পরিষদ। যে বিষয়টিতে সচেতন মহলের ধারণা, পাঁচ বছর আগের নির্বাচন নিয়ে আদালতে মামলা হয়। মামলার রায় যখনই হোক না কেন, চেয়ারম্যান একাতো পুরো পরিষদের মেয়াদবৃদ্ধি করতে পারে না। তাই তাদের ধারণা এ সপ্তাহেই একটি সিদ্ধান্ত আসতে পারে। অবশেষে সেই মহেন্দ্র ক্ষণ উপস্থিত। আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণের ঠিক থাকছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন