ধুনটে বেগম রোকেয়া দিবসে জয়িতা নারীদের সম্মাননা | Daily Chandni Bazar ধুনটে বেগম রোকেয়া দিবসে জয়িতা নারীদের সম্মাননা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ২০:৪৮
ধুনটে বেগম রোকেয়া দিবসে জয়িতা নারীদের সম্মাননা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বেগম রোকেয়া দিবসে জয়িতা নারীদের সম্মাননা

বগুড়ার ধুনটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ধুনট উপজেলার জয়িতা নারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।  

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, ধুনট থানার এসআই মতিউর রহমান, উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, সুরভী রানী দাস, খাদিজা খাতুন প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন