নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা চেয়ারম্যানের গণসংযোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা চেয়ারম্যানের গণসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ২০:৫৬
নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা চেয়ারম্যানের গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা চেয়ারম্যানের গণসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারসহ বিভিন্ন গ্রামে ভোট প্রার্থনায় গণসংযোগ করেছে। গণসংযোগকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে আসছে। যার সুফল পাচ্ছে দেশের জনগণ। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর  নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সেসময় তার সাথে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন ও আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী প্রমুখ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন