পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা | Daily Chandni Bazar পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২১ ১১:৩৭
পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা
অনলাইন ডেস্ক


পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পিয়াজের দাম অস্বাভাবিকহারে বেড়ে গেছে। দু’দিনেই কেজিতে পিয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পুরাতন দেশি পিয়াজের মজুত ফুরিয়ে আসায় দাম বাড়ছে। তবে মুড়ি কাটা (পাতাসহ) পিয়াজ আসতে শুরু করেছে। দাম আবার কমে আসবে।

এছাড়া সামুদ্রিক ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে শীত মৌসুমে তিনদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে মুড়ি কাটা পিয়াজক্ষেত বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে পাইকারি বাজারে পিয়াজের সরবরাহ কমেছে।

আমদানিকারকরাও বলছেন, পিয়াজের আমদানির গতি কিছুটা কমলেও বন্ধ হয়নি।

তবে বৃষ্টির কারণে কিছু মুড়িকাটা পিয়াজ নষ্ট হওয়ায় গতি কমেছে।

ক্রেতারা জানান, পিয়াজের বাজার দর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন