র‌্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব | Daily Chandni Bazar র‌্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:১১
র‌্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব
অনলাইন ডেস্ক


র‌্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবকে ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ শনিবার তিনি আর্ল মিলারকে তলব করেন। তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, র‌্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ।

এর আগে বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই নিষেধাজ্ঞা দেয় দেশটি। র‌্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞারা তালিকায় আরও রয়েছেন র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) আনোয়ার লতিফ খান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন