নন্দীগ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর,আহত-৪ | Daily Chandni Bazar নন্দীগ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর,আহত-৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১ ২২:৪৯
নন্দীগ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর,আহত-৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে নির্বাচনী অফিস ভাঙচুর,আহত-৪

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় নৌকা মার্কার কর্মী সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার  বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ত্রি-মহুনী বাজারে  এঘটনা ঘটে।

জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান নান্টু কর্মীরা বিকেলে নির্বাচনী মিছিল বের করে। এসময় তারা ত্রি-মহুনী বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের আনারস মার্কার অফিস ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহতদের মধ্যে আনারস মার্কার কর্মী রানা রবিদাস(১৯) ও নৌকা মার্কার কর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ মহন্তকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
নৌকা মার্কার প্রার্থী হাফিজুর রহমান বলেন সকাল ১০ টার দিকে তার কর্মী বৈদ্যনাথ মহন্তকে আনারস মার্কার কর্মীরা মারধর করে। এরজের ধরে বিক্ষুব্ধ কর্মীরা অফিসে হামলা চালায়।
অপরদিকে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন বৈদ্যনাথকে তার কোন কর্মী মারধর করেনি। আভ্যন্তরিন কোন্দলের জের ধরে নৌকার কর্মীরাই তাকে মারধর করেছে। আর আমার নির্বাচনী অফিসে নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।
নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, আনারস মার্কার অফিস ভাঙচুরকে কেদ্র করে সেখানে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন