ধুনটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:১৭
ধুনটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজু আকন্দ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এঘটনা ঘটে। 
নিহত রাজু আকন্দ ওই ইউনিয়নের উত্তর বেড়েরবাড়ি মন্ডলপাড়া এলাকার ইয়াসিন আকন্দের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, রাজু আকন্দ দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে নবাব আলী মন্ডলের বাড়িতে শ্রমিকের কাজ করে আসছে। সোমবার রাতে নবাব আলী মন্ডলের গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দিতে যায় রাজু আকন্দ। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারের লিকেজ স্থানে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   
এব্যাপারে ধুনট থানার এসআই মঞ্জুরুল মোর্শেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন