শেরপুরে মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গার অভিযোগ ॥ রোষানলে সার্ভেয়ার | Daily Chandni Bazar শেরপুরে মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গার অভিযোগ ॥ রোষানলে সার্ভেয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:৩১
শেরপুরে মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গার অভিযোগ ॥ রোষানলে সার্ভেয়ার
ম্যাজিস্ট্রেট ছাড়া উচ্ছেদ অভিযান
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গার অভিযোগ ॥ রোষানলে সার্ভেয়ার

বগুড়ার শেরপুরে ধুনটরোড থেকে কাজিপুর পর্যন্ত রাস্তা প্রসস্তকরণে রোডস এ্যান্ড হাইওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছে করা হয়েছে। তবে ম্যাজিস্ট্রেট ছাড়া উচ্ছেদ অভিযানে এসে সার্ভেয়ার ও পুলিশের সদস্যরা সাধারণ মানুষের রোষানলে পরে। এতে ২ ঘন্টা উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। পরে নির্বাহি ম্যাজিস্ট্রেট এসে পুনরায় অভিযান শুরু করেন। এ সময় ব্যাক্তি মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। মঙ্গলবার (১৪ডিসেম্বর) বেলা ১১ টায় ঘটনাস্থলে এসে স্থানীয়দের অভিযোগ তদন্ত করে ক্ষতিপুরণ দেয়ার আশ^াস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
জানা যায়, শেরপুর ধুনটরোড থেকে কাজিপুর পর্যন্ত রাস্তা প্রসস্ত করণের কাজ শুরু হয়েছে কয়েকমাস আগে থেকেই। সেই লক্ষে রাস্তার দুপাশে রোডস এ্যান্ড হাইওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদেরে জন্য তাদের সার্ভেয়ার দেলোয়ার হোসেন কয়েক দফা সার্ভে করার পর লাল রং দিয়ে সীমানা নির্ধারণ করে রাখে। সেই মোতাবেক কয়েকদিন আগে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বিজ্ঞপ্তি দেন সড়ক বিভাগ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সময়মত স্থাপনা সরিয়ে না ফেললে ১৪ ডিসেম্বর মঙ্গলবার তা উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভেঙ্গে ফেলা হবে। বিজ্ঞপ্তি মোতাবেক সকাল ৯ টার দিকে স্কেভেটর দিয়ে পুলিশের উপ¯ি’িততে শেরপুরের তালতলা এলাকায় কয়েকটি দোকান সহ বাড়ি ভেঙ্গে দেয় সার্ভেয়ার দেলোয়ার হোসেন। কিন্তু এ সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলনা। উচ্ছেদের সময় ব্যাক্তি মালিকানাধীন জায়গার স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় স্থানীয়দের রোষানলে পরেন সার্ভেয়ার দেলোয়ার হোসেন সহ পুলিশের সদস্যরা। পরে দক্ষতার সাথে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন এবং পরিস্থিতি কিছুটা শিথিল হয়। প্রায় ২ ঘন্টা উচ্ছেদ অভিযান বন্ধ থাকার পর রোডস এ্যান্ড হাইওয়ে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে স্থানীয়দের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেন।
এ ব্যাপারে স্থানীয় আলম ফকির, মো. মামুন, তবিবর রহমানসহ অনেকেই জানান, সড়ক বিভাগের সার্ভেয়ারের ৩ দফায় করা সার্ভে মোতাবেক আমরা স্থাপনা সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করেই শ্রমিকদের কাজ করা অবস্থায় স্কেভেটর দিয়ে আমাদের মালিকানাধীন জায়গার উপর নির্মিত ঘর ভেঙ্গে ফেলে এবং অনেক জিনিসপত্র বিনষ্ট করে ফেলে। কোনমতে ভিতরে থাকা শ্রমিকরা জীবন নিয়ে সরে পরে। কর্তৃপক্ষের কাছে আমরা এর সঠিক সুরহা দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে রোডস এ্যান্ড হাইওয়ের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, যদি মালিকানাধীন জায়গার স্থাপনা ভাঙ্গা হয়ে থাকে তা তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন