বগুড়ার শাজাহানপুরে চাঁদা না দেয়ায় আর.এম.এইচ এগ্রো লিমিটেড নামের এক কীটনাশক কোম্পানীর মালিককে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় ৯ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আব্দুল রহিম শাহ্।
অভিযোগ সূত্রে জানাগেছে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রাণীরহাট বাজার এলাকায় নিজ মালিকানাধীন সম্পত্তিতে ৩ মাস পূর্বে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন আর.এম.এইচ এগ্রো লিমিটেড কোম্পানীর এমডি আব্দুল রহিম শাহ্। গত এক সপ্তাহ পূর্ব থেকে বয়ড়াদিঘী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম আকাশ (৩৮) তার সহযোগীদের নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে গিয়ে মালিক কে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। বন্ধ রাখার কারণ জানতে চাইলে তারা বলে টাকা দিলে নির্মাণ কাজ করা যাবে। অন্যথায় কাজ বন্ধ রাখতে হবে একথা বলে চলে যায়। এক পর্যায়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে আমিনুল ইসলাম আকাশ তার কয়েকজন সহযোগিকে সাথে নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে হাজির হয় এবং মালিকের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা (টাকা দাবিদাররা) ক্ষিপ্ত হয় এবং আব্দুল রহিম শাহ্ কে এলোপাতারি কিল ঘুষি মারে। সেই সাথে নানা রকম হুমকি ধামকি দেয়। সংবাদ পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্র্র্র্র্শক (এস.আই) আরিফুল ইসলাম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে মারপিটের সত্যতা পান। এস.আই আরিফুল জানিয়েছেন, চাঁদাবাজি নয়, নির্মাণাধীন বিল্ডিংয়ে বালি সাপ্লাই দেয়ার বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আমিনুল ইসলাম আকাশ জানিয়েছেন, তিনি আর.এম.এইচ এগ্রো লিমিটেড নামের কীটনাশক কোম্পানীর মালিকের কাছে বালি সাপ্লাই দেয়ার প্রস্তাব দিতে গিয়েছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন