
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:২৪
ধুনটে গাঁজাসহ একজন গ্রেফতার
ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ বুলু প্রামানিক (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার সকাল ৯টার দিকে ধুনট থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ধুনট হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বুলু প্রামানিক ধুনট উপজেলার ভালুকাতলা গ্রামের মৃত হোসেন আলী প্রামানিকের ছেলে।
ধুনট থানার এসআই রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত বুলু মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন