গাবতলীতে কৃষকের ধান ও খড় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা | Daily Chandni Bazar গাবতলীতে কৃষকের ধান ও খড় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:২৮
গাবতলীতে কৃষকের ধান ও খড় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে কৃষকের ধান ও খড় পুড়িয়ে 
দিয়েছে দূর্বৃত্তরা

বগুড়ার গাবতলীতে রাতের আধাঁরে এক কৃষকের ৫বিঘা জমির খড় ও ১বিঘা জমির ধান আগুনে পুড়ে দিয়েছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। 
জানা গেছে, ওই গ্রামের মৃত কোরবান আলী সরকারের ছেলে লিটন সরকার অন্যের জমি বর্গা নিয়ে ধানের চাষাবাদ করতো। লিটন সরকার গত রবিবার ৫বিঘা জমির ধানগাছ কর্তন করে মাড়াই করে কিছু ধান বাড়ীতে নিয়ে এলেও অবশিষ্ট ধানের খড় ও ১বিঘা জমির ধান বাড়ীর সামনের রাস্তায় পাশে রেখে দেয়। কিন্তু রাতে ওই ধান ও খড় আগুন পুড়ে সম্পূণভাবে ভষ্মিভূত করে ফেলে। এতে প্রায় ৩০হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন