
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:৩০
পারাপার গল্পকার পুরস্কার-২০২২ ঘোষণা
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া শেরপুর থেকে প্রকাশিত গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ বাংলাদেশের গল্পকারদের মূল্যায়ন করার জন্য ‘পারাপার গল্পকার পুরস্কারÑ২০২২’ ঘোষণা করেছে। প্রতি বছর দুইজন গল্পকারকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকবেÑ নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট ও উত্তরীয়। পারাপার এর জুরিবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেনÑ রাশেদ রহমান ও লতিফ জোয়ার্দার। পারাপার এর সম্পাদক নাহিদ হাসান রবিন জানিয়েছেন মার্চ ২০২২-এ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে বলে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন