বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে ৪ জন গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে ৪ জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:৪৫
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে ৪ জন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে
র‍্যাবের হাতে ৪ জন গ্রেফতার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১২ এর সদস্যরা । মঙ্গলবার রাত ৯ টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের বৃন্দাবন পাড়া এলাকার রাকু মিয়ার ছেলে ফরহাদ আহম্মেদ (৩২), জামিলনগর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোনারুল ইসলাম (২৭), উত্তর চেলোপাড়ার মৃত মনজু শেখের ছেলে সজিব শেখ (২৩) ও গাবতলী উপজেলার রামেশাপুর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (২০)। 
বুধবার সকালে র‍্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে গ্রেফতার চার যুবক ডাকাতি সংগঠিত করার জন্য শাখারিয়া দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৩ টি ছুরি, দঁড়ি ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করে র‍্যাব। 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত সবায় ডাকাতি সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন