বগুড়ায় ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৮
বগুড়ায় ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছ র‍্যাব। বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় সদর উপজেলার মাটিডালি বিমান মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মৃত হাসান আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও সিলেট জেলার মংলা বাজার উপজেলার মৃত আসাব আলীর ছেলে লায়েক আহম্মেদ (৩২)। 
বৃহস্পতিবার র‍্যাব-১২ বগুড়া থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পঞ্চগড় থেকে যাত্রীবাহী বাসে ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে তাদের একটি অভিযানিক দল মাটিডালি বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বাসে তল্লাশি শুরু করে। পরে জলিল ও লায়েকের কাছ থাকা ব্যাগ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব। 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃতরা আইনের চোখ কে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন