বগুড়ায় ১৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারকে জেলা পুলিশের সংবর্ধনা | Daily Chandni Bazar বগুড়ায় ১৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারকে জেলা পুলিশের সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৪১
বগুড়ায় ১৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারকে জেলা পুলিশের সংবর্ধনা
সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় ১৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও
শহীদ পুলিশ পরিবারকে জেলা পুলিশের সংবর্ধনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বগুড়ায় প্রতি বছরের ন্যায় জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিজয় দিবসের সকালে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বগুড়ার নিবাসী কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন পুলিশ পরিবারের এমন ১৩৯ জনকে এইবছর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। এসময়  মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ পরিবারের শহীদ মুক্তিযোদ্ধারা শুধু পুলিশের দায়িত্বই পালন করেননি, যুদ্ধ করে উপহার দিয়েছে স্বাধীনতা যাদের অবদান যুগের পর যুগ এদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই পুলিশ মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যেকোন প্রয়োজনে জেলা পুলিশের পক্ষে তিনি সর্বদা নিজের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সদা প্রস্তুত থাকবেন। মুক্তিযুদ্ধে যেমন তারা নেতৃত্ব দিয়েছিল তেমনি বর্তমান স্বাধীন বাংলাদেশেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে বগুড়ায় জেলা পুলিশ সুপার সকলের আর্শীবাদ ও স্নেহাশীষ কামনা করেছেন। 
সংবর্ধনাপ্রাপ্ত অবসরে যাওয়া মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের মাঝে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (অব:) ইমতেজার রহমান, পুলিশ পরিদর্শক (অব:) আজিজুল ইসলামসহ শহীদ পরিবারের  অনেক সদস্যগণ। প্রতি বছর বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুভূতি প্রকাশের সময় বক্তারা বলেন দেশের জন্যে তাদের শ্রম ও ত্যাগ স্বার্থক কারণ স্বাধীন বাংলার মানুষ আজ মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারে যা অনেকটাই সম্ভব হয়েছে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে। 
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি বগুড়ার পুলিশ সুপার কাউসার মোহাম্মদ শিকদার, হাইওয়ে বগুড়ার পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন এবং ইন-সার্ভিস বগুড়ার পুলিশ সুপার মো: বেলাল হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার তানভীর আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।    

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন