বিজয় দিবসে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার উদ্যোগে ৫ শতাধিক কম্বল বিতরণ | Daily Chandni Bazar বিজয় দিবসে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার উদ্যোগে ৫ শতাধিক কম্বল বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৪
বিজয় দিবসে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার উদ্যোগে ৫ শতাধিক কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তির

বিজয় দিবসে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ
যমুনার উদ্যোগে ৫ শতাধিক কম্বল বিতরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কাজিপুরে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল বিতরণ করা হয়েছে।

‘ভালবাসি দেশকে সেবা করি মানুষকে’- জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ পিএমজেএফ এঁর এই আহ্বানে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরবর্তী শীতে অসহায় মানুষের জন্যে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র ব্যতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা পেয়েছি এই একটি স্বাধীন দেশ। স্বাধীনতা অর্জনের চেয়ে এটি রক্ষা করা কঠিন তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এই দেশে এখনো যারা স্বাধীনতাবিরোধী অপশক্তি আছে তাদের শক্ত হাতে রুখে দেওয়ার শপথ নিতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিতে হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে। বিজয় দিবসে অসহায় মানুষের জন্যে আয়োজকদের এমন উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সকল মানবিক কাজে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন তানভীর শাকিল জয়।  
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র সভাপতি লায়ন মাসউদ করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার এবং ক্লাবের সেক্রেটারি লায়ন শাহিন আকতার। লায়ন জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লায়ন হাসানুর রহমান মনি, বুলবুল ইসলাম, মনিরুজ্জামান, মোশাররফ হোসেন, লিয়াকত আলী, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, টিএম রুহুল আমিন, সোহাগ, মিঠু, মাসুদ রানা রন্জু, সিরাজুল, তারেক, ভোলা, রেজাউল প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন