আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত | Daily Chandni Bazar আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৩৫
আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত
অনলাইন ডেস্ক

আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত

ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরু আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ছাই ও লাভার ঢলের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার উদ্ধারকারীরা আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় কাদা ও বর্জ্য অপসারণের কাজ করছিলেন। দ্বিতীয়বারের মতো লাভা বের হতে শুরু হলে তারা অপসারণের কাজ বন্ধ করে দেন।

উদ্ধারকারী দলের সদস্য সাইফুল হাসান বলেন, ‘উদ্ধাকারীদের কাজ অব্যাহত রাখা খুবই বিপজ্জনক।’ উৎক্ষিপ্ত লাভা বৃষ্টির ফোটার মতো গ্রামবাসীদের ওপর পড়ছিল বলে জানান তিনি। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জাভা দ্বীপের সর্বোচ্চ এই পর্বতটিতে অগ্নুৎপাত হয়েছিল। এতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ রয়েছে ১২ জন। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা ও অন্যান্য বর্জ্য প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন