লন্ডনে বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু | Daily Chandni Bazar লন্ডনে বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৪২
লন্ডনে বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

লন্ডনে বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে একটি বাড়িতে আগুন লেগে চারজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে লন্ডন পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, লন্ডনের দক্ষিণে কলিংউড রোডের একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় দ্রুত চার শিশুকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের।

এক বিবৃতিতে লন্ডনের ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ৬০জন কর্মীসহ আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

দুর্ঘটনায় মৃত চার শিশুর পরিচয় এখনও শনাক্ত হয়নি। লন্ডনের ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার অ্যান্ডি রো বলেন, এটি এমন একটি দুর্ঘটনা যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন