গান গাইলেন শেখ রেহানা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar গান গাইলেন শেখ রেহানা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩
গান গাইলেন শেখ রেহানা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

গান গাইলেন শেখ রেহানা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী মহাবিজয়ের মহানায়ক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গান গেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। আর বোনের গাওয়া সেই গানের ভিডিও করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে শেখ রেহানা গান পরিবেশন করেন। এসময় তার সঙ্গে আরও অনেক গুণী শিল্পী উপস্থিত ছিলেন। এর আগে বিজয়ের ৫০ বছরের আয়োজনে গোটা জাতিকে শহিদের রক্ত বৃথা যেতে না দেওয়া এবং দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করার শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন