চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে থানার সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাঈদ হোসেন নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত আরিফ বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইসলাম। আহত সাঈদ একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন