দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:২০
দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

মহান বিজয় দিবস ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য সম্মান ও মর্যাদায় উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে ৫০বার তপোধ্বনী, স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ। পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ালীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, সরকারী বেসরকারী দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে দুপচাঁচিয়া সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়ড়া উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও  শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং বিকেল ৩টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভাচুয়ালে শপথ বাক্য পাঠ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার অফিসার ইনচার্জ হাসান আলী সহ থানার কর্মকর্তা ও সদস্যগণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ সহ সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যম্যান্য ব্যক্তিবর্গ। ১৫ডিসেম্বর সন্ধ্যা থেকে ১৬ডিসেম্বর সমগ্র রাত গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি ভবনসমূহে আলোকসজ্জা প্রদর্শন করা হয়। সমস্থ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাংবাদিক সাংবাদিক আজিজুল হক, শিক্ষক সুদেব কুণ্ডু ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহ মো. মাহমুদুন নবী। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন